বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একমাসে ৩৯ মামলায় ২ লাখ টাকা জরিমানা করেছেন শেরপুরের এসিল্যান্ড

একমাসে ৩৯ মামলায় ২ লাখ টাকা জরিমানা করেছেন শেরপুরের এসিল্যান্ড

বগুড়ার শেরপুর উপজেলায় গত ১ মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাবরিনা শারমিন।

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সাতজনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। গত বছরের ডিসেম্বর মাসে ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৩৯টি মামলায় ৩৯জনকে সাজা দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাবরিনা শারমিন।

সাবরিনা শারমিন।

জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর উপজেলার গাঁড়ই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে জেল দেয়া হয়েছে। তারা মাদক সেবন করছিলেন। এছাড়াও তাদের কাছে মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে তিনমাসের সশ্রম কারাদণ্ড ও একজনকে সাতদিনের সশ্রম কারাদণ্ড দেন সাবরিনা শারমিন। এ সময় তিনজনকে মোট ৬০০ টাকা জরিমানাও করা হয়।

গত ২৬ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরও দুইজনকে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০০ টাকা অর্থদণ্ড দেন তিনি।

গত ২২ ডিসেম্বর এক অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার সটিবাড়ী ও সুখানগাড়ী এলাকায় ২জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সাবরিনা শারমিন। একই অপরাধে গত ১৩ ডিসেম্বর উপজেলার ঘুটু বটতলা এলাকায় ১জনকে ৫০ হাজার টাকা ও গত ৯ ডিসেম্বর ১জনকে ১ লাখ টাকা জরিমানা করেন।

গত ১৬ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে আটমাসের সশ্রম কারাদণ্ড দেন সাবরিনা। ওই সময় মাদকসেবীর কাছ থেকে মাদকদ্রব্যও(গাঁজা) উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম সাবরিনা শারমিন কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেন। এ কারণে উপজেলার সর্বস্তরে প্রশংসায় ভাসছেন তিনি।

সাবরিনা শারমিন বলেন, ‘জনস্বার্থে আমার অভিযান অব্যাহত থাকবে।’

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু