শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো।  আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ" নিয়ে আলোচনা। আশা করি উপকৃত হবে।


১. টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়?

ক) Follower
খ) Follow
গ) Twit
ঘ) Customer

২. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলা হয়?

ক) ডিজিটাল অবস্থা
খ) ই-গভর্ন্যান্স
গ) ইলেকট্রনিক পদ্ধতি
ঘ) সুশাসন
 
৩. কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়?

ক) ১৯৯০
খ) ১৯৯১
গ) ১৯৯২
ঘ) ১৯৯৩
 
৪. ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?

ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
 
৫. যান্ত্রিক পদ্ধতি কোনটি?

ক) ই-লার্নিং
খ) প্রচলিত পাঠদান
গ) সনাতন পাঠদান
ঘ) ক্লাসরুমে শিক্ষাদান
 
৬. বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?

ক) অ্যাপল
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) মাইক্রোসফট
 
৭. নেটওর্য়াক কী?

ক) ইন্টারনেটের নাম
খ) একাধিক প্রটোকল
গ) প্রোগ্রাম
ঘ) মাইক্রোপ্রসেসর
 
৮. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশের নাম কী?

ক) ডিজিটাল বাংলাদেশ
খ) নতুন বাংলাদেশ
গ) তথ্য বাংলাদেশ
ঘ) আধুনিক বাংলাদেশ
 
৯. প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে?

ক) অ্যাপল
খ) ডেল
গ) মাইক্রোসফট
ঘ) এডোবি
 
১০. ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি?

ক) বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ) স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ) মোবাইল ফোনের ব্যবহার
ঘ) বিনামূল্যে সেবা প্রদান
 
১১. চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?

ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
 
১২. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?

ক) অ্যাপল 
খ) আইবিএম
গ) ইনটেল
ঘ) জেরোক্স
 
১৩. প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?

ক) ইন্টারনেট ব্যবহার করা
খ) তথ্য সংগ্রহ করা
গ) কমপিউট করা
ঘ) বার্তা প্রেরণ করা

১৪. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?

ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএস
ঘ) এমটিএস
 
১৫. কোন ব্যবস্থা গ্রহণের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে যুগোপযোগী করা সম্ভব হয়েছে?

ক) অব্যবস্থা
খ) আধুনিক ব্যবস্থা
গ) যুগোপযোগী ব্যবস্থা
ঘ) ডিজিটাল ব্যবস্থা
 
১৬. একজন দক্ষ কর্মী হতে হলে প্রয়োজন-

ক) সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে
খ) হার্ডওয়্যার বিষয়ে দক্ষ হতে হবে
গ) আইসিটির রক্ষণাবেক্ষণ জানতে হবে
ঘ) উপরের সবগুলো
 
১৭. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

ক) স্টিভ জবস
খ) চার্লস ব্যাবেজ
গ) আ্যাডা লাভলেস
ঘ) লর্ড বায়রন
 
১৮. তথ্য প্রযুুক্তি বিষয়ে জ্ঞান আহরণ বর্তমানে অনেক সহজ কারণ-

ক) e-learning ব্যবস্থার কারণে
খ) ইন্টারনেটের কারণে
গ) তথ্য শেয়ারের কারণে
ঘ) উপরের সবগুলো
 
১৯. কোনটিকে কাজে লাগানোর জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন?

ক) এনালির্টিক্যাল ইঞ্জিন
খ) ডিফারেন্স ইঞ্জিন
গ) রেডিও
ঘ) ই-মেইল
 
২০. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

ক) ফ্রিল্যান্সার
খ) আউটসোর্সার
গ) আউটসোসিং
ঘ) ফেসবুকিং

সঠিক  উত্তরঃ ১.ক, ২.খ, ৩.খ, ৪.ক, ৫.ক, ৬.ঘ, ৭.খ, ৮.ক ৯.গ, ১০.খ, ১১.খ, ১২.গ, ১৩.গ, ১৪.ঘ,১৫.ঘ, ১৬.ঘ, ১৭.গ, ১৮.ঘ, ১৯.ক, ২০.গ।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই