বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ও কাঁদতে কাঁদতে বলে, ‘বাবা যেও না’

ও কাঁদতে কাঁদতে বলে, ‘বাবা যেও না’

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন মেসি। আর্জেন্টাইন তারকা নিশ্চিত করেছেন, বার্সেলোনাতেই থাকছেন তিনি। বার্সা ছাড়তে চাওয়ার পর পরিবারের অবস্থা জানিয়ে মেসি জানিয়েছেন, বড় ছেলে থিয়াগো বারবার তাকে না যাওয়ার জন্য অনুরোধ করেছে। 

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমকে বার্সা ছাড়ার ইচ্ছা ও মত পাল্টানোর বিষয়ে বিস্তারিত বলেছেন মেসি। সেখানে তিনি বলেন, ‘আমি যখন আমার পরিবারকে জানালাম আমি বার্সা ছাড়তে চাই তখন নাটকীয় এক অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিলো। পুরো পরিবারের সবাই অনেক কান্নাকাটি করছিল।’

বার্সা অধিনায়ক আরো বলেন, ‘আমার বাচ্চারা কেউই এখানকার স্কুল এবং বন্ধুদের ছেড়ে যেতে চাচ্ছিলো না। মাতেও এখনো অনেক ছোট, তাই সে তেমন কিছু বুঝতে পারছে না। কিন্তু থিয়াগো টিভিসহ আশেপাশের অনেক কিছুই দেখছে। সে অনেকবার কাঁদতে কাঁদতে আমাকে বলেছে, বাবা যেও না। সত্যি বলতে এটা আসলেই অনেক বেশি কষ্টের ছিলো।’

নানা বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত দীর্ঘদিনের ক্লাবে থেকে যেতে রাজি হন মেসি। স্ত্রীকে এ বিষয়ে সবসময় পাশে পেয়েছেন জানিয়ে তিনি যোগ করেন, ‘আমার স্ত্রীকে ধন্যবাদ। কারণ সে সকল কষ্ট বুকে চেপে রেখেও আমাকে পুরোটা সময় সমর্থন দিয়ে গেছে।’

 

দৈনিক বগুড়া