বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কমিউনিটি ক্লিনিকগুলো সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে - শিল্পী

কমিউনিটি ক্লিনিকগুলো সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে - শিল্পী

বগুড়ার সোনাতলা উপজেলায়বঙ্গবন্ধু মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পরিষদের উদ্যোগে ও এডিপির অর্থায়নে সকল কমিউনিটি ক্লিনিকে চেয়ার ও টেবিল বিতরণ করা হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের আমলে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ ঘোষণা করেছিল।

কিন্তু বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করেছে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষ যেন বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো স্বাস্থ্যসেবা দিয়ে প্রান্তিক জনগণের আস্থা অর্জন করেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল করিম শ্যা¤েপা, সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী,

যুগ্ম সাধারণ স¤পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, তাহেরুল ইসলাম তাহের, সাংগঠনিক স¤পাদক নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন,পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান রানা, সাধারণ স¤পাদক মিজানুর রহমান মিষ্টার,

উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ স¤পাদক ফরহাদ হোসেন জুয়েল,স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু,

পাকুল্লা ্ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আবু লায়েছ নাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, সাধারণ স¤পাদক সুজন কুমার সহ আরো অনেকে।

এরপর প্রধান অতিথি গড়ফতেপুর মধ্যপাড়া জামে মসজিদে ভিত্তি স্থাপন ও হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া