বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা রোধে আপনি নিজে সচেতন হোন এবং অপরদেরকে সচেতন করুন-ইউএনও

করোনা রোধে আপনি নিজে সচেতন হোন এবং অপরদেরকে সচেতন করুন-ইউএনও

কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো।

কারণ করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মুত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। তিনি আরও বলেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নির্দেশনাগুলো আমরা মেনে চলি।

যেমন সকল জনগণকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা, এক এলাকা হতে অন্য এলাকায় যাতায়াত না করা, সন্ধ্যা ৬টা হতে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের না হওয়া এবং নিদিষ্ট সময়ের মধ্যে দোকানপাঠ বন্ধ করা। সরকারি নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক বগুড়া