বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার মধ্যে বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন: গুনতে হলো জরিমানা

করোনার মধ্যে বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন: গুনতে হলো জরিমানা

করোনার মধ্যে আইন অমান্য করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বগুড়ায় আয়োজক কমিটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে সাড়ে ৪টায় শিবগঞ্জের দেউলী ইউনিয়নের গাংনগর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর। এসময় শিবগঞ্জ সার্কেলের  এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী এবং থানার পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 

এ বিষয়ে ইউএনও আলমগীর কবীর বলেন, ওই এলাকায় সরকারি আদেশ অমান্য করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল)  আইন ২০১৮ অনুযায়ী আয়োজক কমিটিকে ২০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে টুর্নামেন্ট বন্ধ করে দেয়া হয়েছে । তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া