বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কল্যাণমূলক কাজ দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে-ডিআইজি

কল্যাণমূলক কাজ দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে-ডিআইজি

রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মো: আব্দুল বাতেন বলেছেন, 'বেসিক পুলিশিং এর পাশাপাশি কল্যাণমূলক কাজের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।' বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা পুলিশ বগুড়ার বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই বিশেষ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি  তার বক্তব্যে- মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের পূর্বের অবস্থান বহাল রাখারও আহ্বান জানান।  

ওই সভায় জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার ইনচার্জ উপস্থিত ছিলেন। 

দৈনিক বগুড়া