বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাহালুতে দিগুণ মুল্যে চাল বিক্রি করায় ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত

কাহালুতে দিগুণ মুল্যে চাল বিক্রি  করায় ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত

খাদ্যবান্ধব কর্মসুচীর ৩০ কেজির বস্তা চাল নিদ্ধারিত ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রি করায় কাহালুর কালাই কর্ণিপাড়ার আঃ জলিলের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

জানা গেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার গতকাল বুধবার দুপুর বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির চাল গরীবদের মাঝে বিতরণ ব্যবস্থা পরিদর্শন করতে যান।

কর্ণিপাড়ায় ডিলার আঃ জলিলের ঘরে গিয়ে দিগুণ মুল্যে চাল বিক্রির তথ্য প্রমাণ পাওয়ার পর তার ডিলারশীপ বাতিলের প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, সরকারি শর্ত ভঙ্গ করায় আঃ জলিলের ডিলারশীপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দৈনিক বগুড়া