শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় আসার জন্য ড. কামাল বিক্রি হয়েছেন : শামীম ওসমান...

ক্ষমতায় আসার জন্য ড. কামাল বিক্রি হয়েছেন : শামীম ওসমান...

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারণ ছাড়াই যেসব বক্তব্য দিচ্ছেন তাতে বিএনপি আবারও নতুন কোনো ঘটনা ঘটিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে।

তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে। মির্জা ফখরুল বিভিন্ন সময় নাটকবাজি করছেন।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক শেষে ভূঁইগড়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত কমান্ডার সিরাজুল ইসলামের ভূঁইগড়স্থ কবরস্থানে কবর জিয়ারত করেন। এ সময় তিনি সিরাজুল ইসলামের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করার সময় তার প্রশংসা করেন।

শামীম ওসমান আরও বলেন, সাধারণ মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। সাধারণ মানুষ যেভাবে বর্তমান সরকারের উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছে আমি আশা করি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার ফলাফল আরও অনেক ভালো করবে।

ড. কামাল হোসেনকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী যদি একা একটি ফোরাম বা ঐক্য গড়তে পারেন তাহলে তাদের পক্ষেও সেটা সম্ভব। ক্ষমতায় আসার জন্য ড. কামাল হোসেন নিজেকে যেভাবে বিক্রি করে দিয়েছেন তাতে আগামী প্রজন্ম কোনো দিন তাদের ক্ষমা করবে না বলে তিনি মনে করেন।

শামীম ওসমান বলেন, যারা আমাদের বোনদের ইজ্জত লুটে নিয়েছে তাদের বিরুদ্ধে কেন আমাকে ভোট চাইতে হবে। স্বাধীনতার ৪৭ বছর পরও সেই স্বাধীনতাবিরোধীরা এদেশের মানুষের কাছে কীভাবে ভোট চাওয়ার সাহস করে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে।

এ সময় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, ফতুল্লা থানা আওয়ামী লীগের বনবিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই