বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাবতলী প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

গাবতলী প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

২০২০-২১অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ও আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে বগুড়ার গাবতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ২৬জন সুফলভোগী খামারীদের (সিআইজি সদস্য) মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

এলক্ষ্যে গতকাল বুধবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ হলরুমে এক আলোচনা সভা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ঠিকাদার এমরান হোসেন রিবন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তাসমিয়া আকতার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাহ আলম, উপ-সহাকরী প্রাণী স¤পদ কর্মকর্তা শাহজাহান হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ ২৬জন সুফলভোগী খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এরমধ্যে গরু হৃষ্টপুষ্টকরণ ১৩জন খামারী, গাভী পালনকারী খামারী ১১জন এবং ২জন মুরগী পালন।

দৈনিক বগুড়া