বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাবতলীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গাবতলীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা ও কৃষি পূর্ণবাসন কর্মসূচীর আওতায় ১৮ নভেম্বর বুধবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিন্যামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোছাঃ রওনক জাহান, উপজেলা আ’লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পুষ্টিবীদ মফিজুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

উপজেলার ৪হাজার ১’শ ৭০জন কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, মসুর ডাল, টমেটো, মরিচ, বোরো ধান, ভূট্রা ও পেয়াজ এর বীজ বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া