বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাবতলীতে চুরির মামলায় রিমান্ড শেষে দু’জনকে আদালতে প্রেরণ

গাবতলীতে চুরির মামলায় রিমান্ড শেষে দু’জনকে আদালতে প্রেরণ

বগুড়ার গাবতলী উপজেলা সদরে গ্রামীণ ফোন পরিবেশকের অফিসের দরজার হ্যাজবল ভেঙে সাড়ে ১৩লাখ টাকা মূল্যের স্ক্যাচকার্ড ও নগদ অর্থ চুরির মামলায় ২দিনের রিমান্ড শেষে ১০ সেপ্টেম্বর  বৃহস্পতিবার দু’জনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এদিকে ওই চুরির মামলায় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানকে পুলিশ ৭দিনের রিমান্ড চাইলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে পুলিশসূত্র জানায়।

উল্লেখ্য, গাবতলী পৌর সদরে অবস্থিত রায়হান কমপ্লেক্সের ৩য়তলায় গ্রামীণ ফোনের পরিবেশকের ১টি অফিস রয়েছে। গত ২৭আগষ্ট রাতে অফিস বন্ধ করে ২৯আগষ্ট সকালে দেখা যায়, অফিসের দরজার হ্যাজবল ভেঙে ড্রয়ারে রাখা নগদ ১লাখ ২২হাজার টাকা এবং ১২লাখ ৩৪হাজার টাকা মূল্যের স্ক্যাচকার্ড কে বা কারা চুরি করেছে। এ ঘটনায় ৩০আগষ্ট প্রতিষ্ঠানের পরিবেশক হাবীব রেজুয়ান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ এজাহার নামীয় ওই অফিসে কর্মরত ব্যবসায়িক পার্টনার সুজন (২৮), পিওন আবু জাফর (৪৫), ক্যাশিয়ার তোহাব হোসেন রনি (২৭) এবং আয়া মনজিলে খাতুন (৩৬)কে গ্রেফতার করে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। বগুড়ার চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানী শেষে সুজন ও রনি’র ২দিনের করে রিমান্ড মঞ্জুর করেন এবং আবু জাফর ও মনজিলে খাতুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ২দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার সুজন ও রনিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। অপরদিকে একই মামলায় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানকে পুলিশ গত ৬ই সেপ্টেম্বরে গ্রেফতার করে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে শুনানী শেষে আদালত গতকাল বৃহস্পতিবার ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ প্রসঙ্গে মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন বলেন, ২দিনের রিমান্ড শেষে সুজন ও রনিকে ১০ সেপ্টেম্বর বৃৃহস্পতিবার  আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে একই মামলায় জিল্লুর রহমানকে নিবিরভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চাইলে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে সুজন ও রনি মামলার ঘটনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশসূত্র জানায়।

দৈনিক বগুড়া