মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাবতলীতে দুজন অবৈধ বালু ব্যবসায়ীর জরিমানা করলেন এসিল্যান্ড

গাবতলীতে দুজন অবৈধ বালু ব্যবসায়ীর জরিমানা করলেন এসিল্যান্ড

বগুড়ার গাবতলীর তরণীহাট নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন বালু ব্যবসায়ীর বালু জব্দ করে স্পটে নিলাম করেন গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা বারোটার সময় গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং দুটি বালুর পয়েন্ট থেকে বালু জব্দ করে নিলামে বিক্রি করেন। তরণীহাটের ইছামতি নদীতে দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করে আসছিল এলাকার কিছু বালু ব্যবসায়ী, এতে করে ক্ষতি হচ্ছিল আবাদি জমি।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তারের সাথে কথা বললে তিনি জানান, স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে উক্ত বালুর পয়েন্ট অভিযান পরিচালনা করা যায় এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছে গাবতলী উপজেলার বিভিন্ন কর্মকর্তা। তিনি আরো বলেন জনগণের স্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া