বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাবতলীতে মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

গাবতলীতে মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

২০২০-২০২১অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের অধীনে আরডিদের মাঝে প্যাকেজ ভিত্তিক কার্প মিশ্র চাষ, কার্প নার্সারি ও গুলশা/পাবদা/টেংরা মাছ চাষের প্রদর্শনী এবং রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উন্নত প্রযুক্তিতে মাছ চাষ প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

২৫ মে মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত¡রে এইসব উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং ইউএনও মোছাঃ রওনক জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদসহ প্রদর্শনী পুকুরের মৎস্যচাষীবৃন্দ।

উপজেলার ৭টি ইউনিয়নে প্রদর্শনীর এই উপকরণগুলো বিতরণ করা হয়। এরমধ্যে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ৬টি এবং রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উন্নত প্রযুক্তিতে মাছ চাষ প্রদর্শনীর ১টি।

দৈনিক বগুড়া