মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাবতলীতে রাস্তা কার্পেটিং কাজের উদ্বােধন করলেন রবিন খান

গাবতলীতে রাস্তা কার্পেটিং কাজের উদ্বােধন করলেন রবিন খান

বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নর ডওর হতে সরাতলী ব্রীজ পর্যন্ত ১কিলামিটার রাস্তার কার্পটিং কাজর উদ্বােধন করেছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

এ সময় উপ¯িত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রকসেনা আকতার, উপজলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপ-সহাকরী প্রকৌশলী আব্দুল মজিদ, ঠিকাদার শফিউর রহমান শাহিন, আ’লীগ নেতা নুরুল ইসলাম উজ্জ্বল, মহিদুল ইসলাম, ফুল্লু, হিরা, উপজেলা যুবলীগ নেতা রাসেল মিয়া, সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক পলাশ রায় পলান, যুগ্ম আহবায়ক রুবেল, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা তন্ময় সাহা প্রমুখ।

গ্রামেে সড়ক পুনঃবাসন প্রকল্পের আওতায় ৩০লাখ টাকা ব্যয়ে রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জয় এটারপ্রাইজ পাঁচবিবি। এ সময় প্রধান অতিথি বলেন, বাংলার উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর রুপাÍরিত করার লক্ষ্যে প্রত্যÍ অঞ্চল রাস্তা, ব্রীজ-কালভাট নির্মাণ করে যাচ্ছেন। অন্ধকারাচ্ছন্ন গ্রামকে আলােকিত করেত শেখ হাসিনার বিকল্প নেই।

দৈনিক বগুড়া