শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাবতলীতে ৩০হাজার টাকা মূল্যের কারেন্ট জাল আটক করে আগুনে ধ্বংস

গাবতলীতে ৩০হাজার টাকা মূল্যের কারেন্ট জাল আটক করে আগুনে ধ্বংস

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০২০ এর অংশ হিসেবে গত ৩রা নভেম্বর বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার তরণীহাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।

যার আনুমানিক মূল্য প্রায় ৩০হাজার টাকা। পরে আটককৃত কারেন্ট জাল হাটেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও ৪জন জাল বিক্রেতার নিকট থেকে জন প্রতি ৫’শ টাকা করে মোট ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সালমা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মিজানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

দৈনিক বগুড়া