বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার ম্যাচ নিষিদ্ধ সরফরাজ

চার ম্যাচ নিষিদ্ধ সরফরাজ

 

বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ২২ জানুয়ারি পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরপর ভ্যান ডার ডুসেন ও তাদের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় আন্দিলে ফিউলেঙ্কো মিলে ১২৭ রানের জুটি গড়ে দলকে এনে দেন জয়। এই জুটির ব্যাটিং যখন পাকিস্তানের থেকে ম্যাচ দূরে নিয়ে যাচ্ছিল তখন উইকেটের পিছনে থাকা পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে কুরুচিপূর্ণ ও বর্ণবিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়। সরফরাজ উর্দুতে আন্দিলে ফিউলেঙ্কোকে উদ্দেশ্য করে বলেন, ‘ওহে কালো ব্যক্তি, তোর মা আজ কোথায় বসে আছে! কি দুয়া পড়িয়ে এসেছিস আজকে তুই।’

যা নিয়ে উঠে সমালোচনার ঝড়। এরপর নিজের টুইটার প্রোফাইল থেকে তিনটি টুইট করে ক্ষমা চান সরফরাজ। পরে আন্দিলে ফিউলেঙ্কোর সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। পাশাপাশি আশা প্রকাশ করেন, দক্ষিণ আফ্রিকার মানুষ তার ক্ষমা গ্রহণ করবে।

দৃষ্টিকটু এই কাণ্ডের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস পরবর্তি এক সংবাদ সম্মেলনে সরফরাজকে ক্ষমা করে দেন। তবে তিনি সাজার বিষয়টি আইসিসির উপরই ছেড়ে দিয়েছিলেন। ফাফ ডু প্লেসিস বলেছিলেন, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি কারণ সে দুঃখ প্রকাশ করেছে। সে ক্ষমা চেয়েছে এবং দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এটা এখন আর আমাদের বিষয় নয়, এ বিষয়টি সামলাবে আইসিসি।

বর্ণবাদ বিরোধী কোড ভাঙার জন্য অবশেষে ৫ দিন পর পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে সাজা দিলো আইসিসি। পাকিস্তানের হয়ে চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই ক্রিকেটার।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে মাঠে নেমেছে পাকিস্তান। এরইমধ্যে এই ম্যাচের একাদশে নেই পাকিস্তান নিয়মিত অধিনায়ক সরফরাজ। এ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক। এই ম্যাচটি ছাড়াও ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টি-টোয়েন্টিতেও মাঠে নামতে পারবেন না সরফরাজ আহমেদ।

দৈনিক বগুড়া