বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিনির প্রাকৃতিক বিকল্প হতে পারে যেগুলো

চিনির প্রাকৃতিক বিকল্প হতে পারে যেগুলো

প্যাকেট খাবার থেকে শুরু করে মিষ্টিজাতীয় বিভিন্ন খাবারে থাকে উচ্চমাত্রায় চিনি। নিয়মিত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এ থেকে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে। চিনির বদলে মিষ্টি হিসেবে কিন্তু প্রাকৃতিক বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারেন। এগুলো যেমন মিষ্টি স্বাদ আনবে খাবারে, তেমনি ক্ষতি করবে না শরীরের।

মধু
প্রাকৃতিক মিষ্টির মধ্যে অন্যতম হচ্ছে মধু। উচ্চমাত্রার ফ্রুকটোসের পাশাপাশি এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড। সকালের নাস্তায় ওট কিংবা সিরিয়ালে মধু মিশিয়ে নিতে পারেন। চা কিংবা কফির পাশাপাশি দইয়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এই প্রাকৃতিক মিষ্টি।
 

ম্যাপেল সিরাপ
সুকরোস সমৃদ্ধ ম্যাপেল সিরাপ হতে পারে চিনির বিকল্প। ঘন এই সিরাপে আসো আছে অরগানিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, মিনারেলসহ আরও অনেক উপাদান। ওটমিল, প্যানকেক, দই, সবজির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। বেকিং উপকরণ হিসেবেও এটি ব্যবহার করা যায়। খেতে পারেন চা, কফি কিংবা সালাদে মিশিয়ে।
 

কোকোনাট সুগার
নারকেল থেকে তৈরি কোকোনাট সুগার খেতে পারেন চিনির বদলে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, মিনারেল, গ্লুকোজ ও সুকরোস। সব ধরনের খাবারের সঙ্গেই মিশিয়ে খেতে পারেন এটি।


খেজুর
খাবারে স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি স্বাদ আনতে ব্যবহার করতে পারেন খেজুর। আজকাল খেজুর সুগারও পাওয়া যায়। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাসিয়াম, কপার ও ম্যাগনেসিয়াম। এছাড়াও ডায়াটারি ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ফ্রুকটোস ও গ্লুকোজ পাওয়া যায় এই ফল থেকে। খেজুর পেস্ট করে স্মুদি বা সালাদে মিশিয়ে খেতে পারেন।


পাকা কলা
পটাসিয়াম, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন বি৬, কপার ও ম্যাংগানিজ রয়েছে কলায়। এর চমৎকার মিষ্টি স্বাদ হতে পারে চিনির বিকল্প। ১ টেবিল চামচ পানি মিশিয়ে পাকা কলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণটি ওটমিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। বেকিং উপকরণ হিসেবেও মেশাতে পারেন বিভিন্ন খাবারে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই