মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেহারা স্ক্যান করে ফেসবুকের খসল ৬৫ কোটি ডলার

চেহারা স্ক্যান করে ফেসবুকের খসল ৬৫ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফেইশল রিকগনিশন বিষয়ে ক্লাস অ্যাকশন মামলা ৬৫ কোটি মার্কিন ডলারে মীমাংসার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে আদালতের বাইরেই নির্ধারিত হয়েছে জরিমানার অঙ্ক।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ক্লাস অ্যাকশনে অন্তর্ভুক্ত ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে ‘যত দ্রুত সম্ভব’ অর্থ পরিশোধ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক।

২০১৫ সালে কুক কাউন্টি সার্কিট কোর্টে ফেসবুকের বিরুদ্ধে এই মামলা করেন শিকাগোর আইনজীবী জেই ইডেলসন। মামলায় দাবি ছিল, প্ল্যাটফর্মের ফেইশল রিকগনিশন ট্যাগিংয়ের ব্যবহার ইলিনয় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্টে অনুমোদিত নয়।

মামলায় আরও দাবি করা হয়, ফেসবুকের ট্যাগ সাজেশনস টুলের মাধ্যমে ছবিতে গ্রাহকের মুখ স্ক্যান করে ওই গ্রাহক কে হতে পারেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এর অর্থ হচ্ছে, গ্রাহকের সম্মতি ছাড়া বায়োমেট্রিক ডেটা মজুদ করা হচ্ছিল, যা ইলিনয়ের আইন অমান্য করে।

২০১৮ সালে ক্লাস অ্যাকশন মামলায় পরিণত হয় এটি। ২০১৯ সালে ফেইশল রিকগনিশন অপশন-অনলি ফিচার হিসেবে চালু করে ফেসবুক।

নর্দার্ন ডিসট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার বিচারক জেমস ডোনাটোর আদেশ মতে, মীমাংসার ফলে মামলায় উল্লেখ করা তিন বাদী পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার করে। আর ক্লাস অ্যাকশনে আওতায় আসা অন্য ভুক্তভোগীরা পাবেন জনপ্রতি ৩৪৫ ডলার করে।

বিচারক ডোনাটো বলেছেন, এই মীমাংসা একটি ‘মাইলফলক’ এবং ডিজিটাল গোপনতা খাতে তুমুল প্রতিযোগিতাপূর্ণ বিভাগের ভোক্তাদের জন্য বড় জয়।

এ দিকে বিবৃতির মাধ্যমে ফেসবুক বলছে, একটি মীমাংসায় আসতে পেরে আমরা সন্তুষ্ট, যাতে আমরা এই বিষয়টি পেছনে ফেলে এগিয়ে যেতে পারি, যা আমাদের সমাজ এবং আমাদের শেয়ারধারীদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা।facebook sharing button

twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ার ৩২টিসহ রাজশাহী বোর্ডে এবার ২০৩ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা
বগুড়ায় সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি!
তীব্র তাপদাহে জবিতে এক সপ্তাহ অনলাইনে ক্লাস
বাংলাদেশ-কাতার বাণিজ্য ছাড়ালো পৌনে তিনশ কোটি ডলার
দু’দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই
গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শন করলেন নান্নু এমপি
সোনাতলায় এডিপির অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ করেন সাহাদারা এমপি
সোনাতলায় বিদায়ী ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
শেরপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা ও ইফতার মাহফিল