শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মানি থেকে সেনা সংখ্যা কমাবে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে সেনা সংখ্যা কমাবে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে মার্কিন সেন্য সংখ্যা কমিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে সেনাদের সংখ্যা এক চতুর্থাংশেরও বেশি কমিয়ে আনার জন্য পেন্টাগণকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক প্রবীণ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে জার্মানি থেকে প্রায় সাড়ে নয় হাজার সেনা অপসারণের নির্দেশ দিয়েছেন। জার্মানিতে বর্তমানে ৩৪ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। এই পদক্ষেপের ফলে সেটি কমে ২৫ হাজারে নামবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, এই পদক্ষেপটি মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলির কয়েক মাসের কাজের ফলাফল। এ কাজের সঙ্গে ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মধ্যে উত্তেজনার কোনো যোগসূত্র নেই।

ট্রাম্প প্রশাসনের আরেক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সাড়ে নয় হাজার সেনা জার্মানি থেকে সরিয়ে অন্য কোথাও প্রেরণ করা হবে। এদের মধ্যে কিছু সেনা পোল্যান্ডে ও কিছু অন্য মিত্র দেশগুলোতে পাঠাবে যুক্তরাষ্ট্র। এছাড়া আরো কিছু সেনা দেশে ফিরে যাবে বলেও জানান তিনি।

সূত্র- আল জাজিরা

 

দৈনিক বগুড়া