মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জিপিএ-৫ বিপযর্য় জেএসসিতে

জিপিএ-৫ বিপযর্য় জেএসসিতে

সোমবার সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি এবং ইবতেদায়ি) ও মাধ্যমিক তথা অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি এবং জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুই পরীক্ষাতেই পাসের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধরনের বিপযর্য় নেমেছে। চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। যা গতবার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ। অথার্ৎ পাসের হার ২ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। তবে এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৮ হাজার ৯৫ জন। গত বছর ছিল ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন। গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ১ লাখ ২৩ হাজার ৫৩৩ জন। যা গতবারের প্রায় এক-তৃতীয়াংশ। এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) পাসের হার এবার ৯৭ দশমিক ৫৯ এবং ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। গতবার পিইসি ও ইবতেদায়িতে পাসের হার ছিল ৯৫ দশমিক ১৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষাথীর্। এবার জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ৫ হাজার ৫৭৪ জন। অষ্টম শ্রেণি সমাপনীতে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমার জন্য এবার চতুথর্ বিষয় না থাকার কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশের পর সাংবাদিকদের জানান, ‘সরকার শিক্ষাব্যবস্থায় নানামুখী সংস্কার করছে। উন্নত বিশ্বের মতো শিক্ষাথীের্দর মূল্যায়নে নিজ নিজ প্রতিষ্ঠানের সক্ষমতা তৈরি করা হচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে জেএসসি-জেডিসি পরীক্ষায় কিছু বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। পরীক্ষাথীর্র নিজ নিজ প্রতিষ্ঠান ধারাবাহিক মূল্যায়নের কাজটি করে। ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু হওয়ায় এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় বোডের্র ফল প্রক্রিয়াকরণে চতুথর্ বিষয় বিবেচনা করা হয়নি। অন্যান্য বছর এটা গণ্য করায় জিপিএ-৫-এর হার অনেক বেশি থাকত। এ কারণে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষাথীর্র সংখ্যা কমেছে।’ জেএসসি এবং জেডিসি পরীক্ষার সাবির্ক ফল : জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার অংশগ্রহণকারী পরীক্ষাথীর্র সংখ্যা ছিল ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন, যা গত বছর ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন। এবার বেড়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। যা গত বছর ছিল ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। এবার বেড়েছে ২ লাখ ১২ হাজার ৫৫৮ জন। এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯টি। যা গত বছর ছিল ৫ হাজার ২৭৯টি। এবার কমেছে ৫১০টি। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি, গত বছর ছিল ৫৯টি। কমেছে ১৬টি। মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৭৮টি। গত বছর এ সংখ্যা ছিল ২৮ হাজার ৮২৪টি। এবার বেড়েছে ২৫৪টি। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৯০৩টি। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি, বেড়েছে ৬৯টি। মাদ্রাসা বাদে ৮টি সাধারণ বোডের্র ফল থেকে দেখা গেছে, অংশগ্রহণকারী পরীক্ষাথীর্ ২২ লাখ ১৬ হাজার ৯৬১ জন, যা গত বছর ছিল ২১ লাখ ৩ হাজার ৭৬৩ জন, বেড়েছে ১ লাখ ১৩ হাজার ১৯৮ জন। পাস করেছে ১৮ লাখ ৯০ হাজার ৫১৮ জন, গত বছর পাস করেছিল ১৭ লাখ ৭ হাজার ২৪ জন, বেড়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৯৪ জন। পাসের শতকরা হার ৮৫ দশমিক ২৮ শতাংশ যা গত বছর ছিল ৮৩ দশমিক ১০ শতাংশ। বেড়েছে ২ দশমিক ১৮ শতাংশ। ৮টি সাধারণ বোডের্র ফল থেকে আরও দেখা গেছে, জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ হাজার ১০৮ জন (সকল বিষয়ে)। যা গত বছর ছিল ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন (৪থর্ বিষয়সহ), কমেছে ১ লাখ ১৮ হাজার ২৮৯ জন। অন্যদিকে জুনিয়র দাখিল সাটিির্ফকেট (জেডিসি) পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী পরীক্ষাথীর্ ৩ লাখ ৮২ হাজার ২০৮ জন। যা গত বছর ছিল ৩ লাখ ৭৮ হাজার ৫৭৯ জন। বেড়েছে ৩,৬২৯ জন। পাস করেছে ৩ লাখ ৪০ হাজার ৩১১ জন। গত বছর করেছিল ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন। এবার বেড়েছে ২৯ হাজার ৬৪ জন। শুধু মাদ্রাসা থেকে পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। গত বছর ছিল ৮৬ দশমিক ৮০ শতাংশ। জেডিসি থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৮৭ জন (সকল বিষয়ে), গত বছর ছিল ৭ হাজার ২৩১ জন (চতুথর্ বিষয়সহ)। হ্রাস পেয়েছে ৫ হাজার ২৪৪ জন । এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৬ হাজার ৩১৭ জন ছাত্রী ও ১১ লাখ ৯২ হাজার ৮৫২ জন ছাত্র অংশ নেয়। ফলে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল ২ লাখ ১৩ হাজার ৪৬৫ জন। এর মধ্যে ১২ লাখ ১৫ হাজার ৪৪২ জন ছাত্রী ও ১০ লাখ ১৫ হাজার ৩৮৭ জন ছাত্র পাস করেছে। ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক ৪৪ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ১২ শতাংশ। ছাত্রের তুলনায় ১ দশমিক ৩১ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে। অন্যবার ছেলেরা পাসে পিছিয়ে থাকলেও জিপিএ-৫-এ বরাবরই এগিয়ে থাকত। কিন্তু এবার মেয়েরা পাসের পাশাপাশি জিপিএ-৫-এও ছেলেদের চেয়ে ভালো করেছে। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৩৯ হাজার ৯০৫ জন। পক্ষান্তরে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ১৯০ জন। সে অনুযায়ী ছেলেদের তুলনায় ১১ হাজার মেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। পিইসি এবং ইবতেদায়ি পরীক্ষার সাবির্ক ফল প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং ইবতেদায়িতে এবার মোট ২৬ লাখ ৫২ হাজার ৮৯৬ জন পরীক্ষাথীর্ অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১২ লাখ ১১ হাজার ৬০০ জন এবং ছাত্রী ১৪ লাখ ৪১ হাজার ২৯৬ জন। ২৫ লাখ ৮৮ হাজার ৯০৪ জন শিক্ষাথীর্ সব বিষয়ে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষাথীর্। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ। এখানেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলে শিক্ষাথীের্দর পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। আর মেয়ে শিক্ষাথীের্দর পাসের হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। পিইসি পরীক্ষায় গড় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা প্রায় দশমিক ২ শতাংশ বেশি পাস করেছে। সোমবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি, জেডিসি এবং পিইসি ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা-বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় আটটি শিক্ষা বোডর্ ও মাদ্রাসা বোডের্র চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সাবির্ক ফল দেখে এর ওপর সংক্ষিপ্ত মূল্যায়ন করেন। তিনি বলেন, ‘প্রাথমিকে যেহেতু ক্লাস ফাইভে এবং এইটে একটা করে পরীক্ষা হচ্ছেÑএতে অনেকের আপত্তি আছে। বলা হচ্ছে কেন এই পরীক্ষাটা হচ্ছে? কিন্তু এই পরীক্ষাটা হওয়ার ফলে ছোট ছোট শিক্ষাথীের্দর মাঝে একটা আত্মবিশ্বাস গড়ে উঠছে।’ পরে দুপুর ১টায় আলাদা আলাদাভাবে দুই মন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

বগুড়ার ৩২টিসহ রাজশাহী বোর্ডে এবার ২০৩ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা
বগুড়ায় সিনেমা দেখলে বিরিয়ানি ফ্রি!
তীব্র তাপদাহে জবিতে এক সপ্তাহ অনলাইনে ক্লাস
বাংলাদেশ-কাতার বাণিজ্য ছাড়ালো পৌনে তিনশ কোটি ডলার
দু’দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই
গাবতলীর সোন্দাবাড়ী মাদ্রাসা পরিদর্শন করলেন নান্নু এমপি
সোনাতলায় এডিপির অর্থায়নে বিভিন্ন উপকরণ বিতরণ করেন সাহাদারা এমপি
সোনাতলায় বিদায়ী ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
শেরপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা ও ইফতার মাহফিল