বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়া পৌরসভার বাজেট ঘোষনা

দুপচাঁচিয়া পৌরসভার বাজেট ঘোষনা

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ৪৪কোটি ৮০লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ বাজেট ঘোষনা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০কোটি ৮৯লাখ, উন্নয়ন সহায়তা মঞ্জুরী ৫কোটি ৩০লাখ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৭কোটি, বৃহত্তর বগুড়া পাবনা প্রকল্প খাতে বরাদ্দ ১০কোটি, ইউজিআইআইপি-৪ প্রকল্প খাতে বরাদ্দ ১০কোটি, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রকল্প হতে আয় ১কোটি ৫০লাখ টাকা মোট আয় ৪৪কোটি ৬৯লাখ টাকা এবং রাজস্ব স্থিতি ১১লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৪কোটি ৪৫লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৫লাখ টাকা।

বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা আবু মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ১নং প্যানেল মেয়র ইদ্রিস আলী, ২নং প্যানেল মেয়র মহিদুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র জাহানারা বেগম, কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউসুফ আলী মহলদার মানিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিপা বেগম, শিল্পী খাতুন প্রমুখ।    

দৈনিক বগুড়া