শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে খরিফ-১/২০২১-২২ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রুপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম। এদিন উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র ৩’শ ১০জন কৃষক-কৃষানীর মাঝে কেজি ধান বীজ, ১০কেজি এমওপি সার ও ২০কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া