বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধুনটে অবৈধ বালু তোলায় ২টি ড্রেজার মেশিন জব্দ

ধুনটে অবৈধ বালু তোলায়  ২টি ড্রেজার মেশিন জব্দ

বগুড়ার ধুনট উপজেলার লাংলু গ্রামের বালুয়া খাল থেকে বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ভ্রাম্যমাণ আদালতে পৃথকভাবে অভিযান চালিয়ে দুই টি ড্রেজার মেশিন জব্দ করেন। ১১-ই এপ্রিল (রবিবার) বিকাল ৫ টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের লাংলু গ্রামের বালুয়া খাল থেকে দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন বসিয়ে গভীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন সবুজ সাহা ও ইউসুফ আলী নামে দুই বালু ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু বিক্রি করে আসছে। তাই পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

দৈনিক বগুড়া