বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধুনটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা

ধুনটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা

বগুড়ার ধুনট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনর্বাসন ও প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫ হাজার ৪৩০জন কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার তুলে দেয়া হয়।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, ধুনট উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মুনজুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিনূর ইসলাম, জুয়েল হোসেন, ফজলার রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

দৈনিক বগুড়া