বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধুনটে পুলিশের ফাঁদে ইয়াবা কারবারি আটক

ধুনটে পুলিশের ফাঁদে ইয়াবা কারবারি আটক

বগুড়ার ধুনট উপজেলায় ক্রেতা সেজে চিহ্নিত ইয়াবা ট্যাবলেটের কারবারি মিঠু সেখকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা  ট্যাবলেট জব্দ করা হয়। মিঠু সেখ উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ি গ্রামের মৃত: গোলাম রব্বানীর ছেলে।

রোববার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ওই এলাকার মোহম্মাদপুর মাদরাসার সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ইয়াবা কারবারি হিসেবে মিঠুকে এলাকার সবাই চেনেন। তিনি একজন পাইকারি ব্যবসায়ী, এমন সংবাদ থানা পুলিশের কাছে আসে। ইয়াবা কেনার জন্য পরিচয় গোপন রেখে তার সাথে মোবাইলে আলাপ হয় থানা পুলিশের এক কর্মকর্তার। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মনের নেতৃত্বে ওই এলাকায় অভিযানে যান পুলিশ।

ইয়াবা কারবারি মিঠুকে ধরতে পুলিশ কৌশল অবলম্বন করেন। টাকা দিয়ে মিঠুর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করার জন্য বলা হয়। টাকা পেয়ে মিঠু ইয়াবা নিয়ে আসলে তাকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্রেতা সেজে ইয়াবা কারবারি মিঠু সেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু