বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধুনটে বসত বাড়ি রক্ষায় প্যালাসাইটিং নির্মাণে বাধা

ধুনটে বসত বাড়ি রক্ষায় প্যালাসাইটিং নির্মাণে বাধা

বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়াসহ ৪জনের বিরুদ্ধে বসত বাড়ি রক্ষায় প্যালাসাইটিং নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মাঠপাড়া গ্রামের ওয়াজেদ আলী এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাঠপাড়া গ্রামের  মৃত আবুল হোসেনের ছেলে লাল মিয়া, আয়নাল হক , মতিয়ার রহমান ও মোহাম্মদ আলী গত ২০১৬ সালে একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ওয়াজেদ আলীর বাড়ীর সীমানা ঘেষে পাড় না রেখে পুকুর খনন করেন। এতে বর্ষাকালে তার পাকা ঘর ধসে পড়ার উপক্রম হওয়ায়  তিনি ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়াকে বিষয়টি অবগত করলে তিনি প্যালাসাইটিং এর ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন । কিন্তু দীর্ঘদিনেও প্যালাসাইটিং না দেওয়ায় ওয়াজেদ আলীর বসত বাড়ি ভাঙ্গনের হুমকিতে পড়ে। একারনে ওয়াজেদ আলী ব্যক্তিগত খরচে প্যালাসাইটিং দিতে গেলে চেয়ারম্যানসহ তার ভাইয়েরা তাকে বাধা দেন।

ওয়াজেদ আলী বলেন, পুকুরপাড়ে প্যালাসাইটিং নির্মাণ না করলে আমার বাড়ি ভেঙ্গে যাবে। নিজ খরচে প্যালাসাইটিং করতে গেলে চেয়ারম্যানের লোকজন বাঁধা দেয়। আমি সুবিচার প্রার্থনায় ইউএনও বরাবর লিখিত আবেদন করেছি।

এঘটনায় ইউপি চেয়ারম্যান লাল মিয়া বলেন, আশির দশকের বন্যায় সেখানে প্রাকৃতিকভাবে পুকুর সৃষ্টি হয়। পুকুরের তীরে জায়গা না রেখে তিনি বাড়ি নির্মাণ করেছেন। এখন পূর্ব বিরোধের জের ধরে মিথ্যা অভিযোগ এনেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ইউপি চেয়ারম্যান লাল মিয়াসহ ৪জনের বিরুদ্ধে বসত বাড়িতে প্যালাসেইটিং নির্মাণ কাজে বাধা দেয়া অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু