শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধুন‌ট পৌরসভার যেসব উন্নয়ন প্রক‌ল্পের উ‌দ্বোধন হ‌লো

ধুন‌ট পৌরসভার যেসব উন্নয়ন প্রক‌ল্পের উ‌দ্বোধন হ‌লো

বগুড়ার ধুনট পৌরসভার ১৮টি প্রক‌ল্পের উ‌দ্বোধন ক‌রে‌ছেন সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান। র‌বিবার দুপু‌রে তি‌নি পৌর এলাকার বি‌ভিন্ন এলাকা ঘু‌রে ঘু‌রে আনুষ্ঠানিক ভা‌বে প্রকল্প গু‌লোর উ‌দ্বোধন ক‌রেন। 

প্রকল্পগু‌লো হ‌চ্ছে, প্রায় ১ কো‌টি ২৩ লাখ টাকা ব্য‌য়ে চরপাড়া আব্দুল খা‌লে‌কের দোকান থে‌কে ধুনট থানা মোড় পর্যন্ত সড়ক কার্পে‌টিং, ১ কো‌টি ২২ লাখ টাকা ব্য‌য়ে চান্দারপাড়া জামা‌লের বা‌ড়ি হ‌তে দাসপাড়া নির্মলের বা‌ড়ি পর্যন্ত আর‌সি‌সি সড়ক নির্মাণ, ১ কো‌টি ৩২ লাখ ৫৭ হাজার টাকা ব্য‌য়ে চরপাড়া জা‌মে মস‌জিদ থে‌কে ধুনট বাজা‌রের জি‌রো প‌য়েন্ট পর্যন্ত সড়ক কার্পে‌টিং।

প্রায় ১ কো‌টি টাকা ব্য‌য়ে ধুনট বা‌জা‌রের জি‌রো প‌য়েন্ট থে‌কে ধুনট-সোনামুখী বাইপাস মোড় পর্যন্ত সড়ক কা‌র্পে‌টিং, ৯২ লাখ টাকা ব্য‌য়ে ধুনট-গোসাইবাড়ী সড়ক থে‌কে জিঞ্জিরতলা ঈদগাহ মাঠ হ‌য়ে সরকারপাড়া নৌ-ঘাট পর্যন্ত, হুকুম আলী বাসস্ট্যান্ড থে‌কে চরপাড়া আব্দুল খা‌লে‌কের দোকান পর্যন্ত এবং ধুনট-‌গোসাইবাড়ী সড়ক থে‌কে পৌর ভবন পর্যন্ত  কা‌র্পে‌টিং, ১ কো‌টি ২০লাখ ৫১হাজার টাকা ব্য‌য়ে ধুনট সিএ‌ন‌জি স্ট্যান্ড থে‌কে বাইপাস আর‌সি‌সি সড়ক নির্মাণ, প্রায় ৫৯ লাখ টাকা ব্য‌য়ে ধুনট সরকারপাড়া চাতাল থে‌কে ৪৩০ মিটার ও চরধুনট ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক থে‌কে ৪৪৫ মিটার সড়ক সংস্কার, প্রায় ৩৬ লাখ টাকা ব্য‌য়ে ধুনট উপ‌জেলা গেট থে‌কে হলহ‌লিয়া খাল পর্যন্ত ও ধুনট খাদ্য গুদাম থে‌কে প‌শ্চিম ভরনশাহী হ‌য়ে হাসপাতাল পর্যন্ত সড়ক সংস্কার।

প্রায় ৬০ লাখ টাকা ব্য‌য়ে ধুনট বাইপাস সড়ক থে‌কে মা‌টিকাড়া জা‌মে মস‌জিদ পর্যন্ত এবং ইছাম‌তি সেতু থে‌কে জি‌ঞ্জিরতলা জামাল হো‌সেন বা‌ড়ি পর্যন্ত সড়ক সংস্কার, প্রায় ৩৫ লাখ টাকা ব্য‌য়ে ধুনট সদর দুর্গা ম‌ন্দির থে‌কে ‌ধুনট-গোসাইবাড়ী সড়ক পর্যন্ত এবং ধুনট কাঁচা বাজার থে‌কে ধুনট খাদ্য গুদা‌মের দ‌ক্ষিণ পাশ পর্যন্ত সড়ক কা‌র্পে‌টিং এবং ১৬ লাখ টাকা ব্য‌য়ে ধুনট বাজা‌রে পাব‌লিক টয়‌লেট নির্মাণ ও অ্যান্ডারগ্রাউন্ড পা‌নির ট্যাংক নির্মাণ করা হ‌বে। 

১৮‌টি প্রক‌ল্পের ম‌ধ্যে ই‌তিম‌ধ্যে ক‌য়েক‌টি প্রক‌ল্পের সংস্কার, কা‌র্পে‌টিং ও নির্মাণকাজ সম্পন্ন হ‌য়ে‌ছে। অন্যান্য কাজ গু‌লোর নির্মাণকাজ শুরু হ‌য়ে‌ছে। 

প্রায় ৯ কো‌টি টাকা ব্য‌য়ে  প্রকল্পগু‌লোর উ‌দ্বোধন উপলক্ষ্যে পৌরসভা মিলনায়তনে এক সূধী সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। পৌর মেয়র এ‌জিএম বাদশাহ্'র সভাপতিত্বে অনু‌ষ্ঠিত সূধী সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান। অনুষ্ঠা‌নে আ‌রও বক্তব্য রা‌খেন উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, থানার ও‌সি কৃপা সিন্ধু বালা, উপ‌জেলা আ.লী‌গের সহসভাপ‌তি রেজাউল ইসলাম ও সাংগঠ‌নিক সম্পাদক মহসিন আলম। প‌রে সংসদ সদস্য প্রকল্প এলাকা প‌রিদর্শন ক‌রে উন্নয়নকাজের উ‌দ্বোধন ক‌রেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু