বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে গত ২১শে এপ্রিল সকাল ১১ টায় ২০২০-২১ অর্থবছরের খরিফ-১/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নন্দীগ্রামের আয়োজনে ১৮০০ কৃষকদের মাঝে সর্বমোট ১৩ লক্ষ ২ হাজার ৩ শত টাকার কৃষক প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভূট্টাচার্য, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা সৈনিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল বারীক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম প্রমূখ।

দৈনিক বগুড়া