শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পছন্দের পজিশন পাওয়ায় নিজেকে ভাগ্যবান ভাবছেন মিঠুন...

পছন্দের পজিশন পাওয়ায় নিজেকে ভাগ্যবান ভাবছেন মিঠুন...

অভিজ্ঞ হয়েই জাতীয় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কারণে তার ব্যাটিংটা মনে হচ্ছে অনেকটাই পরিণত। ক্যারিয়ারের প্রথম টেস্টেই যেমন হাফসেঞ্চুরি হাঁকিয়ে আগমনী জানান দিয়েছেন।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তেমন ভালো করতে পারেননি মিঠুন। দুই ইনিংসে সেট হতে হতে আউট হয়েছেন ১৭ আর ২ রানে। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান তবু নিজেকে ভাগ্যবানই মনে করছেন, টেস্ট ক্যারিয়ারের শুরুতেই যে নিজের পছন্দের পজিশনটা পেয়ে গেছেন।

এমনিতে ঘরোয়া লিগে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলে অভ্যস্ত মিঠুন। দুই টেস্টের ক্যারিয়ারে চার ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন চার নাম্বারে। এটাকে বড় পাওয়াই মনে করছেন তিনি।

ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'খুব ভালো একটা জায়গায় আমার সুযোগ হচ্ছে। এটা অবশ্যই আমার জন্য বড় পাওয়া যে আমি একটা ভালো জায়গায় ব্যাটিং করছি। দেখেন জায়গাটা পাকা করতে হলে অবশ্যই পারফরমেন্স দিয়ে পাকা করতে হবে। আমি চেষ্টা করছি দিনকে দিন উন্নতি করার। নিজের সেরাটা চেষ্টা করছি। তারপরও সব ইনিংসে তো সফল হওয়া সম্ভব না। অনেক সময় কন্ডিশনের জন্য, অনেক সময় নিজে ভুল করি। এর মধ্যে থেকে বেরিয়ে আসার করার চেষ্টা করছি। আমি আমার চেষ্টাটা করে যাব।'

মিঠুন আরও যোগ করেন, 'অবশ্যই আপনি যখন নিজের ফেভারিট পজিশনে ব্যাট করবেন তখন একটা অ্যাডভানটেজ থাকে। অনেক দিন যেই জায়গায় ব্যাট করে অভ্যস্ত, সেই জায়গায় ব্যাট করলে জিনিসটা নতুন মনে হয় না। অন্য জায়গায় ব্যাট করলে জায়গাটা অপরিচিত মনে হবে। এখন ওইরকম না। আমি যেখানে ব্যাট করে অভ্যস্ত, সে জায়গায় ব্যাটিং পাচ্ছি। নতুন কিছু মনে হয় না। আমি আগেও খেলেছি, আর জায়গাটা আমি অনেক উপভোগ করি।'

চট্টগ্রাম টেস্টে তেমন ভালো করতে পারেননি, একটু কি হতাশ? মিঠুনের উত্তর, 'কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। অবশ্যই যেটা আশা করেছিলাম সেটা তো পুরো নয়। সামনে আরেকটা টেস্ট আছে। সুযোগ হবে ওইখানে ভালো করার চেষ্টা করব।'

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই