বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিএসসি: নন–ক্যাডারে ১ হাজার ৫৯৭ নিয়োগ

পিএসসি: নন–ক্যাডারে ১ হাজার ৫৯৭ নিয়োগ

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে ১ হাজার ৫৯৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ–সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বেশির ভাগ পদ নবম ও দশম গ্রেডের। এ ছাড়া অল্প কিছু পদ আছে ১২ গ্রেডের। পিএসসি আলাদা পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ দেবে।

যেসব পদে আবেদন:

ইনস্ট্রাক্টর (বিজ্ঞান)। পদসংখ্যা: ২০। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ইনস্ট্রাক্টর (কৃষি)। পদসংখ্যা: ২৫। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর)। পদসংখ্যা: ২৫। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা)। পদসংখ্যা: ৯। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ইনস্ট্রাক্টর (চারু ও কারুকলা)। পদসংখ্যা: ১৮। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পদসংখ্যা: ৬৪। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

বয়লার পরিদর্শক: পদসংখ্যা: ২। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

ডকুমেন্টেশন অফিসার। পদসংখ্যা: ১। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী পরিচালক (খনি প্রকৌশল)। পদসংখ্যা: ১। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী। পদসংখ্যা: ২০৮। বেতন:২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (তড়িৎ)। পদসংখ্যা: ৩। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রকৌশলী (পুর)। পদসংখ্যা: ১৪। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী প্রোগ্রামার। পদসংখ্যা: ১। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। পদসংখ্যা: ৩। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সহকারী স্থপতি। পদসংখ্যা: ১। বেতন: স্কেল: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

সিনিয়র কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১। বেতন: ২২ হাজার থেকে-৫৩ হাজার ৬০ টাকা।

উপসহকারী প্রকৌশলী। পদসংখ্যা: ১৭২টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

উপসহকারী প্রকৌশলী (পুর)। পদসংখ্যা: ১৭২। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

উপসহকারী প্রকৌশলী/নকশাকার (উপ-সহকারী প্রকৌশলী)। পদসংখ্যা: ২৬৩। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ব্যক্তিগত কর্মকর্তা। পদসংখ্যা: ২৯। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ম্যানেজার (প্রেস)। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

প্রশাসনিক কর্মকর্তা। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

প্রশাসনিক কর্মকর্তা। পদসংখ্যা: ২৪ (পররাষ্ট্র মন্ত্রণালয়)। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ব্যক্তিগত কর্মকর্তা। পদসংখ্যা: ২৩ (পররাষ্ট্র মন্ত্রণালয়)। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

রিসোর্স শিক্ষক। পদসংখ্যা: ৪৫। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

সুপারিনটেনডেন্ট। পদসংখ্যা: ৩। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ক্যামেরাম্যান (মুভি)। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ক্যামেরাম্যান (স্টিল)। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

আর্টিস্ট। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার কাম কোয়ালিটি কন্ট্রোল অফিসার। পদসংখ্যা: ১। বেতন:১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

হিয়ারিং এইড টেকনিশিয়ান। পদসংখ্যা: ২। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

টিচিং এইড টেকনিশিয়ান। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

উপসহকারী প্রকৌশলী (পুর্ত)। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)। পদ সংখ্যা: ২৫। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

এস্টিমেটর (পুর)। পদসংখ্যা: ২০। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

এস্টিমেটর (তড়িৎ)। পদ সংখ্যা: ৭। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

নকশাকার (ড্রাফটসম্যান)। পদসংখ্যা: ২২। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ডিপ্লোমা নার্স। পদসংখ্যা: ৩২। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

উপসহকারী পরিচালক (ড্রিলিং প্রকৌশল)। পদসংখ্যা: ১৩। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

ডেটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার। পদসংখ্যা: ১। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

সিনিয়র টেকনিশিয়ান। পদসংখ্যা: ৭টি। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক। পদসংখ্যা: ৩২৯। বেতন: ১৬ হাজার-৩৮ হাজার ৬৪০ টাকা

সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)। পদসংখ্যা: ১ (বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা)। বেতন: স্কেল: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা

সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)। পদসংখ্যা: ১ (হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা)। বেতন: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা

সিনিয়র ইনস্ট্রাক্টর (ট্রেড)। পদসংখ্যা: ১ (দপ্তর বিজ্ঞান শাখা)। বেতন: ১২ হাজার ৫০০ - ৩০ হাজার ২৩০ টাকা

রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক। পদসংখ্যা: ১। বেতন: ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা

আবেদনের নিয়ম: নন-ক্যাডার উচ্চতর বেতন স্কেল এবং ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা Teletalk BD. Ltd. Gi Web Address: (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ভবন Address: (www.bpsc.gov.bd) এর মাধ্যমে নির্ধারিত Application form for Non Cadre Examination ক্লিক করে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ।

আবেদনের শেষ তারিখ: আবেদন প্রক্রিয়া ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে   ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সব প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই