বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে উন্নয়ন প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

মঙ্গলবার বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ইতোমধ্যেই প্রকল্পের আওতায় নতুন গাড়ি কেনা স্থগিত করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় আপ্যায়ন, বিদেশ ভ্রমণ এবং যে কোনো ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। তবে এরই মধ্যে কিছু অর্থ সাশ্রয় হচ্ছে। যেমন অনলাইনের মাধ্যমে মিটিং হওয়ায় আপ্যায়নসহ অনেক খরচ কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা করতে গিয়ে সতর্ক হতে হবে। যাতে জমির মালিকানা ঠিক থাকে। একজনের জমি অন্যজনের কাছে না যায়। জমির মালিকানা নিষ্কন্টক হতে হবে। এ জন্যই ভূমি ব্যবস্থাপনা উন্নত করা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘুদের জমি সুরক্ষায় উদ্যোগ নিতে হবে।’

এছাড়া যত্রতত্র সেতু না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে, জনপ্রতিনিধিরা সবাই ঘরে ঘরে সেতু চান। কিন্তু এতে অর্থনৈতিক ও পরিবেশগত উভয় দিক থেকেই ক্ষতি হয়। এখন থেকে সেতু নির্মাণ প্রকল্পের বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। এজন্য পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা, হাওর ও চরাঞ্চলসহ দেশের রিমোট এলাকায় বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে।

 

দৈনিক বগুড়া