বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরম্যাট ঠিক হলেই লংকা সফরের সূচি চূড়ান্ত করবে বিসিবি

ফরম্যাট ঠিক হলেই লংকা সফরের সূচি চূড়ান্ত করবে বিসিবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে চলতি বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে সেই সিরিজ। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে দুই দেশের মধ্যকার এই সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। তবে ফরম্যাট চূড়ান্ত হওয়ার পরই লংকা সফরের সূচি চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমে শুধু তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাইছে শ্রীলংকা। তবে আসন্ন এই সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে নাকি হবে না এটা নিয়ে এখনো দুই বোর্ডের মাঝে আলাপ আলোচনা চলছে। এগুলো নিশ্চিত হলেই সফরের সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে। তবে এর সঙ্গে আরো তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে। এটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো।’

সিরিজের সূচি চূড়ান্ত করার বিষয়ে বিসিবি সিইও বলেন, ‘সূচির তারিখগুলো আমরা এখনো চূড়ান্ত করিনি। মূলত কোন কোন ফরম্যাটে খেলা হবে সেটা চূড়ান্ত করে তারপরই আমরা তারিখগুলো ফাইনাল করবো।’

দৈনিক বগুড়া