মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনিদের সঙ্গে ফুটবলারদের একাত্বতা প্রকাশ

ফিলিস্তিনিদের সঙ্গে ফুটবলারদের একাত্বতা প্রকাশ

ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা প্রকাশ করলেন ম্যনচেস্টার ইউনাইটেডের ফরাসি খেলোয়াড় পল পগবাসহ খ্যাতনামা ফুটবলাররা।

সোমবার (১০ মে) ইহুদিবাদী ইসরাইলের সেনারা জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়ে পল পগবা, ম্যামে থিয়াম, রিয়াদ মেহরেজ, আচরাফ হাকিমি ও ফ্রাঙ্ক রিবেরি ফিলিস্তিনিদের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।

পগবা তার স্ট্যাটাসে লেখেন, বিশ্বে এখন প্রয়োজন শান্তি আর ভালবাসা।আসুন আমরা একে অপরকে ভালবাসী।তার পর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে '#প্রে ফর পেলেস্টাইন' লিখে পোস্ট দেন।

ফেনেরবাচি ক্লাবের ম্যামে থিয়াম সবাইকে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়ে পবিত্র কোরআন থেকে উদৃতি করে ইনস্ট্রাগ্রামে পোস্ট দেন। এতে তিনি আরও লেখেন, আল-আকসা, আমার হৃদয়ে আছো তুমি।

ইন্টার মিলানের আচরাফ হাকিমি লিখেছেন, # ফ্রি পেলেস্টাইন। ম্যনচেস্টার সিটির রিয়াদ মাহরেজ লিখেছেন, # পেলেস্টাইন, # সেভ শেখ জারাহ।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, গত চার দিনে জেরুজলেমে ইসরাইলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

এছাড়া সোমবার রাত থেকে গাজায় চালানো ইসরাইলের বিমান হামলায় ৯ শিশুসহ মারা গেছেন কমপক্ষে ২১ ফিলিস্তিনি।

দৈনিক বগুড়া