বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়া গাবতলীতে ভুয়া ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

বগুড়া গাবতলীতে ভুয়া ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

বগুড়ায় আম্মাদুর রহমান (৩৭) নামের ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার হয়েছেন। রোববার গাবতলী উপজেলার ভূমি অফিসে  সহকারী কমিশনারের (ভূমি) কাছে তদবির করতে যেয়ে গ্রেফতার হন তিনি। গ্রেফতার ওই ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার দড়িপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন সরকারের ছেলে। 

গাবতলী থানা পুলিশ সূত্র জানায়, আম্মাদুর সহকারী কমিশনারের (ভূমি গাবতলীর সাথে দেখা করে নিজেক ৩৭তম বিসিএস এর প্রশাসন ক্যাডার হিসেবে পরিচয় দেন। সাথে তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আছেন বলে জানান।  ওই সময় সহকারী কমিশনার ভূমি আম্মাদুরকে তার শিক্ষাগত পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্র বলে দাবি করেন। সহকারী কমিশনার (ভূমি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ও বিভাগের চেয়ারম্যানের নাম জানতে চাইলে তিনি তা বলতে পারেন না। পরে স্থানীয় ভাবে খোঁজ নিয়ে জানা যায় ওই ব্যক্তি ভুুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সহকারী কমিশনার (ভূমি) আম্মাদুরকে গাবতলি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল জানান, গ্রেফতার  ব্যক্তি নিজেকে প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে ভূমি অফিসের প্রধান সহকারী বিজল কুমার দাস বাদী হয়ে মামলা করেছেন।

দৈনিক বগুড়া