বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বগুড়া জেলা আ’লীগের যৌথ সভা

বগুড়া জেলা আ’লীগের যৌথ সভা

বগুড়া জেলা আ’লীগের যৌথ সভা আজ সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনসহ গুরুত্বপূর্ন সাংগঠনিক সিদ্বান্ত নেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, এমপি সাহাদারা মান্নান, ডা: মকবুল হোসেন, টি জামান নিকেতা, টি এম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ, অ্যাড. মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম মন্টু, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এড, তবিবর রহমান তবি, এড, সাইফুল ইসলাম, আব্দুল খালেক বাবলু, শাহরিয়ার আরিফ ওপেল, এড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল।

শেরিন আনোয়ার জর্জিস, এড, শফিকুল আলম আক্কাছ, নাসরিন রহমান সীমা, আনিচ্ছুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাসুদুর রহমান মিলন, খালেকুজ্জামান রাজা, মাহফুজুল হক ভুঁইয়া রুমেন, আবু সেলিম, এম এ বাসেদ, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আতিকুর রহমান দুলু, এড, নরেশ মুখার্জি, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, আশরাফুল ইসলাম মন্টু, আনোয়ার হোসেন, তৌফিকুর রহমান ভান্ডারী বাপ্পী, রাহুল গাজী, ইমরান হোসেন রিবন, অধ্যক্ষ আহসানুল হক, জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, প্রভাষক আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম বুলবুল, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন।

আলতাফুর রহমান মাশুক, এড সাইদ আখতার পপি, প্রভাষক সোহরাব হোসেন সান্নু, প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, গৌতম দাস, খাদিজা খাতুন শেফালী, সুরাইয়া নিগার সুলতানা ডরোথী, আব্দুস সালাম, আলমগীর বাদশা, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, লাইজিন আরা লিনা, মঞ্জুরুল হক মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেকুজ্জামান রাজন প্রমুখ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনুসহ দলের নেতৃবৃন্দের নামে কটূক্তি ও অশালীন মন্তব্য ও বগুড়ার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় পৌর আওয়ামী লীগ ইতিমধ্যে তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছে। সেই সুপারিশের প্রেক্ষিতে আব্দুল মান্নান আকন্দকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ প্রেরণ করার সিদ্বান্ত নেয়া হয়। একই সাথে মান্নান আকন্দর উদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ইতিপূর্বে বগুড়া জেলার অন্তর্গত বিভিন্ন পৌরসভার নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট উপজেলা থেকে অব্যাহতির আবেদনের প্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ প্রেরনের সিদ্ধান্ত নেয়া হয়।আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বগুড়ার সকল ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ৩ জনের প্যানেল প্রস্তুত করে আগামী ১২ মার্চের মধ্যে জেলায় প্রেরন করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।সভায় মজিবর রহমান মজনু বলেন, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে সংগঠন শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে আগামী ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার জন্য তিনি আহবান জানান।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই