বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী কমিটির জরুরী সভা

বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী কমিটির জরুরী সভা

বগুড়া হাকীর মোড় কাঠশিল্প শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির এর উদ্যোগে জরুরী আলোচনা সভা সংগঠনের সভাপতি জনাব মোঃ আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বগুড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের ২৫০০ টাকা আর্থিক সহযোগিতা, শ্রমিকদের রেশনিং ব্যবস্থা অবিলম্বে বাস্তবায়ন করার দাবী জানানো হয়।

জরুরী সভায় নেতৃবৃন্দ বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত দেশবাসীকে সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রমিকদের ২৫০০ টাকা আর্থিক সহযোগিতা, রেশনিং কার্ড বিতরণের জন্য ঘোষণা দেন।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত অঙ্গীকারগুলো অদ্যতক বাস্তবায়ন করা হয় নিতাই অনতিবিলম্বে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়া সদর- ৬ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ বগুড়া জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, বিভিন্ন ইউঃপিঃ চেয়ারম্যান, মেম্বার সহ সরকারী কর্মকর্তাদের নিকট আমাদের দাবী-দাওয়া বাস্তবায়নের জন্য অনুরোধ সহ জোর দাবী জানানো হয়। উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক- আব্দুল হাই রুবেল, কার্যকরী সভাপতি শাহ আলম খোকন, সিনিঃ সহ-সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি সুলতান পশারী, আব্দুল বারী, সহ-সাধারণ সম্পাদক সাদেক আলী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লয়া, আব্দুল কুদ্দুস লাডলা, আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, যোগাযোগ ও তথ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, দপ্তর সম্পাদক- মাহফুজার রহমান, সহ-প্রচার সম্পাদক আঃ হান্নান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুনসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নূর আমিন সরকার, ধর্মীয় সম্পাদক নূরুল ইসলাম, বগুড়া জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সামাদ, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ সাখিদার, সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া, প্রচার সম্পাক রাজু, দপ্তর সম্পাদক বিপুল, ধমীয় সম্পাদক তুহিন প্রমুখ নেতৃবৃন্দ।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই