বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ার গাবতলীতে একটি কেন্দ্রে ৩ ঘন্টায় ৩২ শতাংশ ভোট পড়েছে

বগুড়ার গাবতলীতে একটি কেন্দ্রে ৩ ঘন্টায় ৩২ শতাংশ ভোট পড়েছে

বগুড়ার অন্য ৪টি পৌরসভার মত গাবতলী পৌরসভাতেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও কেন্দ্রগুলোতে তারও আগে থেকে ভোটার বিশেষত মহিলাদের লাইনে দাঁড়াতে দেখা যায়।

গাবতলী পৌরসভার জয়ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ওই কেন্দ্রে ৬০০ ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ১ হাজার ৮৫১জন। সেই হিসাবে ওই কেন্দ্রে ৩ ঘন্টায় ৩২ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

উঞ্চরখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১৯০জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬০০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আড়াই ঘন্টায় ভোট প্রদানের হার ২৮ দশমিক ৪৪।

গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ১১৫জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৫১৮জন ভোট দিয়েছেন। সেখানে দুই ঘন্টায় ২৪ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।

গাবতলীর মতই জেলার শিবগঞ্জ, কাহালু, নন্দীগ্রাম ও ধুনট পৌরসভাতেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দৈনিক বগুড়া