বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে গণহত্যা দিবস পালিত

বগুড়ার ধুনটে গণহত্যা দিবস পালিত

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা মুজিব চত্ত্বর এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকম সানাউল মোস্তফা, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করা হয়।

দৈনিক বগুড়া