বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে ২৫০জন কৃষক পেলেন ধান বীজ

বগুড়ার ধুনটে ২৫০জন কৃষক পেলেন ধান বীজ

বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৫০জন কৃষককে বিনামূল্যে নতুন জাতের উচ্চ ফলনশীল অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ দিয়েছে বায়ার ক্রপসাইন্স লিমিটেড। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মধ্যে ধান বীজ বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিদুল হক। 

করোনা মহামারী ও বন্যায় দেশের খাদ্য সংকট মোকাবেলায় ৫০হাজার কৃষকের মাঝে ১৫০ মেট্রিক টন ধান বীজ প্রনোদনা হিসেবে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেয় বায়ার ক্রপসাইন্স লিমিটেড। ধুনট উপজেলায় কৃষি বিভাগের সাথে সমন্বয় করে ২৫০জন কৃষক বাছাই করা হয়। বাছাইকৃত প্রতিজন কৃষককে ৩ কেজি করে বায়ার ক্রপসাইন্সের নতুন জাতের উচ্চ ফলনশীল অ্যারাইজ ‘তেজ গোল্ড’ ধান বীজ প্রদান করা হয়েছে।

ধান বীজ বিতরণকালে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুনজুরুল ইসলাম, বায়ার ক্রপসাইন্স লিমিটেডের টেরিটোরি এক্সিকিউটিভ মোহাম্মদ সাইফ উদ্দিন, ফিল্ড অফিসার প্রতুল সেন, পরিবেশক সজিব হোসেন জয় ও রিটেইলার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।    

দৈনিক বগুড়া