শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ৩০ জানুয়ারি

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ৩০ জানুয়ারি

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ৩০ জানুয়ারি (শনিবার)। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচার প্রচারণা শেষ হবে। এ পৌরসভায় ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। এখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৯টি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৭৩ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৪৪ জন এবং মহিলা ৮ হাজার ৩২৯ জন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আব্দুস সালাম জানান, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দৈনিক বগুড়া