শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ার শজিমেকে পিপিই দিলেন আ.লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন

বগুড়ার শজিমেকে পিপিই দিলেন আ.লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আউটডোরের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পিপিই দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।

রোববা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে পিপিই হস্তান্তর করা হয়। করোনা মহামারির সংকটকালে সাধারণ রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আউটডোরের চিকিৎসকরা।

আউটডোরের চিকিৎসা ব্যবস্থায় করোনা সংক্রমণে বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই আউটডোরের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে গঠিত সেবা কার্যক্রমের মাধ্যমে ৩৭টি পিপিই প্রদান করা হয়।

পিপিই গ্রহণ করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার এবং আউটডোরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ভুবন মোহন দেবনাথ।

কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল এমন মহৎ উদ্যোগ ও সহযোগিতার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ভূয়সী প্রশংসা করেন এবং সেবা কার্যক্রমে অংশগ্রহণ বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিব, যুবলীগ নেতা রবিউল ইসলাম লিটন, সংগ্রাম চন্দ্র দাস, আসাদুজ্জামান সফল, প্রভাষক আব্দুল হাই, আদম শেখ, ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, জাকিউল আলম জনি, নাফিস শুভ, মাহফুজার প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই