বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুর ভ্রাম্যমান আদালতে ৪১ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুর ভ্রাম্যমান আদালতে ৪১ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ অমান্য করায় গতকাল রাত ১ টায় ঢাকা বগুড়া মহাসড়কের সীমাবাড়ি এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা নেতৃত্বে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮ জনকে বিভিন্ন মামলায় ৪১ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা রাত ১ টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার সীমাবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে ১৬ মাইক্রোবাস ও ২ জন ট্রাক ড্রাইভার কে যাত্রি পরিবহন করায় ১৮ টি মামলায় মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় শেরপুর থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে দিনরাত কাজ করে যাচ্ছি। সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন জনকে জরিমানা করছি। আশা করি সবাই ঘরে থাকবে। জরুরী প্রয়োজন মিটিয়ে তারাতারি বাড়ি ফিরে যাবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া