শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শেরপুরে মা-মেয়েসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত উত্তরসাহাপাড়া এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে দুর্ধর্ষ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এরমধ্যে মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন ও তার মা রয়েছেন। বুধবার (০৮জুলাই) শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকায় ইয়াবাসহ রকমারি মাদকদ্রব্য বিক্রি হচ্ছে-এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (০৭জুলাই) সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে হাতেনাতে দুর্ধর্ষ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উত্তরসাহাপাড়া এলাকা নজরুল ইসলাম নজুর স্ত্রী মাদক সম্রাজ্ঞী মোছা. হালিমা খাতুন (৪০) ও তার মা একই এলাকার হোসেন আলী শেখের স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৬২) এবং আসাদুল শেখের ছেলে মো. নয়ন শেখ (২৬)। পরে তাদের শরীর তল্লাশি করে হালিমা ও তার মায়ের নিকট থেকে ৫৬পিচ ও নয়ন শেখের নিকট থেকে ২৬পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এদিকে স্থানীয় একটি সূত্র জানান, গত কয়েকমাস আগে সংবাদ সম্মেলন ডেকে মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন। আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিতেই এই ঘোষণা দেন তিনি। তাই মাদক ছাড়ার ঘোষণার একদিন পর থেকেই আবারও মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তবে থানার নয়া ওসির সাঁড়াশি অভিযানে অবশেষে এই তিন দুর্ধর্ষ মাদক কারবারি পুলিশের খাঁচায় বন্দি হলো বলে সূত্রটি জানান।

দৈনিক বগুড়া