শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

বগুড়ায় উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

বগুড়ার সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন বাধে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়ার কৃতি সন্তান, উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি ঢাকা'র সভাপতি, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: আশরাফুল আলম এর নিজস্ব অর্থায়নে ৩শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

সারিকান্দির কালিতলা ঘাট ও সোনাতলার হরিখালি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।  প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২লিটার সোয়াবিন তেল, ২কেজি ডাল, ১ কেজি লবণ, ৩ কেজি চিড়া, ২ কেজি গুড় ও ১০ প্যাকেট পানি বিশুদ্ধকরণ কীট বিতরণ করা হয়েছে।

বিতরণকালে আরোও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আশরাফুল আলম এর  পক্ষে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার, নির্বাহী প্রকৌশলী বগুড়া বাকী উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেল মিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত বিভাগ-১ আব্দুল্লাহ আল ফারুক, উপ-বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত বিভাগ-২ শাজাহান মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী উপ-বিভাগ-১ মো: রবিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী উপ-বিভাগ-১ মো: রিপন আলী, সমিতির কেন্দ্রীয় কমিটির আব্দুল আলিম।এছাড়াও সাহাদারা মান্নান এম পি সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে কৃষক লীগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে সার সবজি বীজ ও গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র, কেন্দীয় সাধারন সম্পাদক এড, উম্মে কুলসুম স্মৃতি এম পি ছাড়াও জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

দৈনিক বগুড়া