বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেফতার ৩

বগুড়ায় কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেফতার ৩

বগুড়ায় এক কিশোরীকে (১৬) অপহরণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় অপহরণের শিকার ওই কিশোরী উদ্ধার হয়েছে। 

গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাবতলী উপজেলার মো. তারাজুল ইসলাম (২২), মো. স্বাধীন প্রামানিক (১৯) এবং সোনাতলা উপজেলার মো. বুলবুল আহম্মেদ (২৭)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে গ্রেফতারকৃতরা ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।  তারা ধর্মান্তরিত করে বিয়ে করার হুমকি দিয়ে ভুক্তভোগীর বাবার কাছে অর্থ দাবি করেন।  ঘটনা জানার পর কিশোরীর বাবা গাবতলী থানায় একটি অপহরণ মামলা করেন। পরে ঘটনার কোন সুরাহা না পাওয়ায় র‌্যাব অফিসকে বিষয়টি জানান। 

র‌্যাব ঘটনা জানার পর মাঠে নামে। পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা গতকাল শুক্রবার রাতে ওই কিশোরীকে উদ্ধার করেন। একই সঙ্গে অপহরণের জড়িতদের গ্রেফতার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেছেন। তাদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়। আর ভুক্তভোগী কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র‌্যাব। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: