বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

বগুড়ায় কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের মত বিনিময় সভা মঙ্গলবার বগুড়া শহরের নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

আরও বক্তব্য রাখেন কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ,সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর,সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার প্রসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সদস্য শ্রী বিমল কুমার সাহা,সাহারা কোল্ড ষ্টোরেজের পরিচালক ইমরান হাসান, উত্তরা কোল্ড ষ্টোরেজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক প্রমূখ। উপস্থিত ছিলেন কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের বিভিন্ন নের্তৃবৃন্দ,বিভিন্ন কোল্ড ষ্টোরেজের স্বত্বাধিকারী ও কর্মকর্তাগণ।মতবিনিময় সভায় বক্তারা বলেন সরকার তার নিজস্ব প্রতিষ্ঠান বিএডিসি‘র বীজ আলুর দাম নির্ধারণ করেছে ৪৮ টাকা। সে ক্ষেত্রে কৃষকের বীজ আলু কি ভাবে সময়ের পূর্বেই ৩০-৩৫ টাকা কেজি মূল্যে বিক্রি করার জন্য জেলা প্রশাসক কোল্ড ষ্টোরেজ সমূহকে চাপ দেন। এবং কৃষকের বীজ আলু কোল্ড ষ্টেরেজ থেকে বের করে দিতে বলেন। সরকারের পক্ষে তিনি তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন কোল্ড ষ্টোরেজে গিয়ে কৃষকের বীজ আলু রাখার অপরাধে জরিমানা করেছেন। আমাদের কোল্ড ষ্টোরেজ ওনার্স এসোসিয়েশনের অন্তর্ভূক্ত নর্দান কোল্ড ষ্টোরেজকে ৩০ হাজার টাকা, টিএমএসএস এর ২টি কোল্ড ষ্টোরেজকে যথাক্রমে ৬০ ও ৫০ হাজার টাকা, সাহারা কোল্ড ষ্টোরেজকে ১০হাজার টাকা ও অন্যান্য ৮টি কোল্ড ষ্টোরেজকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। যা প্রত্যাশিত নয়। এ ভাবে জরিমানা করতে থাকলে কোল্ড ষ্টোরেজ গুলো বীজ আলু সংরক্ষণের আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে বীজ আলু রোপনের সময় সংকট তৈরী হবে। যা কারই কাম্য নয়। আমরা সরকারের নীতিমালা মেনে চলছি। সরকারকে সব রকম সহযোগীতা করতে প্রস্তুত রয়েছি। আগামী মতবিনিময় সভায় বগুড়া জেলা প্রশাসককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন
ট্রেনের টিকিট কালোবাজারি চিরতরে বন্ধ হবে: রেলমন্ত্রী
ঈদের ছুটিতে বগুড়ায় যমুনার পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিত
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
বো*মের মতো সিলিন্ডার বি*স্ফোরণ, করণীয় কী
আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
স্মার্টফোন থেকে ছবি মুছে গেলে উদ্ধার করবেন যেভাবে
বৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলা
জুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেই