বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। গত ২১অক্টোবর বুধবার দিনগত রাতে শেরপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট-আড়ংশাইল তিন মাথা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন, বগুড়া সদর থানার বাদুড়তলা এলাকার ট্রাক ড্রাইভার আব্দুল কাদেরের পুত্র মুকুল ব্যাপারী(৫০), নামুজা ভান্ডারী পাড়া এলাকার হায়দার আলীর পুত্র বিপ্লব(৩০), জিগাতলা এলাকার বুলু মিয়ার পুত্র আরিফ কালু(৩৫), কাহালু উপজেলার আড়োলা মধ্যপাড়া এলাকার ফুলচানের পুত্র রায়হান হোসেন(২৫), মৃত আমজাদ পাইকাড়ের ছেলে মোক্তার পাইকাড়(৩১), জালাল হোসেনের পুত্র হাবিবুর রহমান (২৬), মিলন ফকিরের ছেলে আইয়ুব ফকির (২০)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ওইদিন রাত অনুমান ১২ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট-আড়ংশাইল তিন মাথা মোড়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এই সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ডাকাতরা দেশীয় অস্ত্র ও একটি ট্রাক(ঢাকা মেট্রো ন-১৪-২৩৭৭) ফেলে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ উক্ত  সাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ৩ টি হাসুয়া, তিনটি লোহার রড সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু