বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় পৃথক মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মোঃ সাহিদ হোসেন ওরফে গিট্টু (৩০) সদরের নামাজগড় ডালপট্টি এলাকার মোঃ নুর আলমের ছেলে। অপরজন হলো মোঃ আব্দুল মান্নান (৫০), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জয়পুর পাড়া এলাকার আব্দুল খাঁন এর ছেলে।

দুপুরে বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ কথা নিশ্চিত করে বলেন, গত রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়। জেলা ডিবি সূত্র জানায়, সাহিদকে ২০০ পিছ ইয়াবাসহ নামাজগড় মোড় থেকে গ্রেফতার করা হয়। তার নামে সদর থানায় আরও ৬-৭টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আর আব্দুল মান্নানকে দুপচাঁচিয়ায় তার বাড়ি থেকে ডিবি টিম গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মান্নানের বিরুদ্ধেও দুপচাঁচিয়া থানার ১০-১১ টি মাদক মামলা রয়েছে। ওসি আসলাম আলী বলেন, গ্রেফতারকৃত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবারে তাদের জেল হাজতে পাঠানো হয়। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি ওসি আসলাম আলী।

দৈনিক বগুড়া

সর্বশেষ:

শিরোনাম:

এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির!
বগুড়ায় পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
বগুড়ায় দাম কমেছে পেঁয়াজ ও কাঁচা মরিচের
বগুড়ার বিখ্যাত সাদা সেমাই তৈরিতে ব্যস্ত কারিগর
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ
এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির
ঈদে ট্রেন যাত্রার পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু
গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা পালিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু