বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নতুন আক্রান্ত ১৮, সুস্থ ৫৩ জন

বগুড়ায় নতুন আক্রান্ত ১৮, সুস্থ ৫৩ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০০টি নমুনার ফলাফলে নতুন করে ১৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৩জন।

তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৮জনের মধ্যে ১১জন সদরের, শিবগঞ্জে ৩জন, শাজাহানপুর ২জন, দুপচাঁচিয়া ও গাবতলীতে একজন করে। 

বৃহস্পতিবার সকাল  ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। 

ডা. তুহিন জানান, ২৮ অক্টোবর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৭টি নমুনায় ১৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৫২জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৪৬১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩৯৮জন।  

দৈনিক বগুড়া